এম. এ. শাহীন,তারাগঞ্জ,রংপুরঃ রংপুরের তারাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা বিএনপির আয়োজনে তারাগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মেহেদী হাসান শিপু, সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুবদল সভাপতি হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি জুলফিকার আলীসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের এক স্মরণীয় অধ্যায়। তারা বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।