খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধার উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ফিল্ড সুপারভাইজার আব্দুল আজিজ, ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাও. আজহার আলী, মডেল মসজিদের কেয়ারটেকার আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মডেল মসজিদের কেয়ারটেকার আফসার আলী ও ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন।
উপজেলার শিশু-কিশোররা কোরআন তেলাওয়াত, ইসলামী জ্ঞান, উপস্থিত বক্তৃতা, আযান, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামিক সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিশু-কিশোরদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রতিযোগিতা তাদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।