খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাদল চন্দ্র বর্মন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের শীবের বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের ছেলে শুভ চন্দ্র বর্মণ, স্ত্রী মমতা রানী, মা রাধিকা রানী, ভাতিজি অনু রানী, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বিমান সাও, ইউপি সদস্য খিজির উদ্দিন মন্ডল ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউনিয়ন সভাপতি মিলুময় রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বাদলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান। ১৪ দিনেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মানববন্ধন শেষে এলাকাবাসী সড়কে বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে শ্লোগান দেন।
উল্লেখ্য; গত ২৪ অক্টোবর সকাল ৮টার দিকে ক্রোড়গাছা (হিন্দুপাড়া) গ্রামের মৃত বারেন্দ্র নাথ বর্মনের ছেলে বাদল চন্দ্র বর্মনের ছেলের বসতবাড়ির উঠানে থাকা সামান্য একটি জিগনী গাছ কাটাকে কেন্দ্র করে সপ্তম চন্দ্র বর্মন, কানাই চন্দ্র বর্মন, প্রশান্ত চন্দ্র বর্মন, সুধীন চন্দ্র বর্মন, শ্যামলী রানী, রুপালী রানী ও নিলাম বালা মিলে সংঘবদ্ধ হয়ে রাম দা, লোহার রড ও লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদলের মাথা, বুক ও পায়ে স্বজোরে আঘাত করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৭ অক্টোবর নিহতের ভাই সাধন চন্দ্র বর্মন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।