খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে ইটের দেওয়াল কেটে গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনিতে নিহত ৩ চোরের পরিচয় পাওয়া গেছে। তারা হলেনবগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাউসার (৫০), একই উপজেলার উত্তরপাড়া সিহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল(৩৮) এবং বগুড়া জেলার দুপঁচাচিয়া উপজেলার সাহাপাড়া হেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর (৩১) বলে জানা গেছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে ২জনের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।
উল্লেখ্য; গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়নের নারিসারবাদ গ্রামে শনিবার দিবাগত রাত ৩টার দিকে কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ছালাম নামে এক কৃষকের গোয়ালঘর থেকে দেওয়াল কেটে অজ্ঞাত ৮-১০ জনের চেরের দল পিকাপ যোগে গরু নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গোয়াল ঘর থেকে গরু বের করে। এসময় বাড়ীর লোকজন টের পেয়ে হৈ চিল্লা শুরু করে। হৈ চিল্লা শুনে এলাকার লোকজন এগিয়ে এসে চোরদের ধাওয়া করলে ঘটনাস্থল থেকে ৫শ’ গজ দূরে পার্শ্ববর্তী পুকুরে ৩ চোর পানিতে লাফ দেয়। এতক্ষণে বিভিন্ন এলাকা থেকে শতশত লোকজন এসে পুকুরটি ঘিরে ফেলে তাদেরকে ধরে গণপিটুনি দিলে ঘটনা স্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পথে এক জন মারা যায়। এ খবর পেয়ে রোববার সকালে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিহত ৩ চোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেন। খবর পেয়ে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সে সময় নিহত চোরদের পরিচয় পাওয়া না গেলে সনাক্ত করতে সিআইডি ক্রাইম সিন টিম কাজ করলে ও থানা পুলিশের প্রচেষ্টায় একদিন পর তাদের পরিচয় পাওয়া যায়।