খবরবাড়ি ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রাথমিক মনোনয়ন বাতিল করে নির্যাতিত-ত্যাগী ও জনসম্পৃক্ত নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আমরা ধানের শীষ পরিবারের আয়োজনে উপজেলার বালুয়া হাটে এলাকায় দরবস্ত ও তালুককানুপুর ইউনিয়নের শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল মশাল মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় ঢাকা-রংপুর মহাসড়কে শতশত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।
মশাল মিছিলের তারা স্লোগানে ১/১১ সংস্কারপন্থী মানি না, মানবো না। গোবিন্দগঞ্জ আসনে সংস্কারপন্থীর ঠাই নাই। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন চাই। ১/১১ সংস্কারবাদ নিপাত যাক। প্রার্থী পরিবর্তন চাই, দিতে হবে। ত্যাগীদের মধ্যে মনোনয়ন দিতে হবে।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফিরোজ কবিরের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করে বিগত ১৭ বছর ধরে কারা নির্যাতিত-ত্যাগী ও জনসম্পৃক্ত নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবী জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.