খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিককে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে পলাশবাড়ীতে বিশাল আনন্দ র্যালী অনু্িঠত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির বিএনপির আয়োজনে রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টায় একটি বিশাল আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড় আন্ডারপাস স্থলে সমবেশ হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, বৈদেশিক ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু, বিএনপি নেতা মোস্তাক আহম্মেদ, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ ও উপজেলা স্বেচ্ছাসেবকদল মমিনুল ইসলাম মমিন মন্ডল প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় হবেই ইনশাআল্লাহ্।