খবরবাড়ি ডেস্কঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ সদর সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি গ্রাম সরকার বিষয়ক সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খাঁন বাবু সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় ফেরার পথে গোবিন্দগঞ্জ থানা চৌমাথা মোড়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা আজহারুল ইসলাম বাদশা আনোয়ারুল হক আকন্দ, অধ্যাপক জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম শফিক, ইবনে ফারুক বিদ্যুৎ, মশিউর রহমান মালেক, শ্রী সুমন মোহন্ত,আমিরুল ইসলাম আব্দুর রউফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানু মন্ডল বাবু, সদস্য সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন, থানা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, হারুন মিয়া, সমবায় দলের সভাপতি আব্দুল মতিন আইয়ুব সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মতলব সরকার সাধারণ সম্পাদক রোমান প্রধান ও ছাত্রদল নেতা আকাশ শেখ উপস্থিত ছিলেন।