খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিষ্ণু কুমার দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহমুদুল হক মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়েব হক্কানী ও শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মেহেদী হাসান প্রিন্স।
প্রধান অতিথি আনিসুজ্জামান খান বাবু বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনে সহযোগিতা করবে। মানুষ বুঝতে পারছে বিএনপিকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। তাই তিনি দলমত নির্বিশেষে গাইবান্ধা-২ আসনের ভোটারদেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।