খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় শহরের শচীনচাকী সড়কে অবস্থিত জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন বিসিবি পরিচালক আসিফ আকবর। পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামের হলরুমে এক মতবিনিময় সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিবি পরিচালক আসিফ আকবর।
সাইফুল ইসলামে সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, বিবিসির আম্পিয়ার শাকির, জেলা ক্রিড়া অফিসার আলমগীর হোসেন, বিসিবির কাউন্সিল শহীদুজ্জামান শহীদ ও জেলা ক্রিড়া সংস্থার সদস্য উজ্জ্বল চক্রবর্তীসহ অন্যান্যরাা।
এসময় বিসিবি পরিচালক আসিফ আকবার বলেন, ঢাকার ন্যায় সারাদেশে আমরা ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। এ জন্য তরুণ সমাজকে এগিয়ে আসার আহব্বানও জানান।
তিনি আরো বলেন, এই স্টেডিয়ামটি মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে। ক্রিকেটের দিক থেকে নিয়ে একটা অপার সম্ভাবনা রয়েছে। তবে স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে ঘাস কাটার মেশিন, রোলার, বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কারসহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শীঘ্রই বিসিবির মাধ্যমে পাবে এমন আশ্বাস দেন তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.