খবরবাড়ি ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলম নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি স্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
গাইবান্ধায় নতুন পুলিশ সুপার পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলায় পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে।
অপরদিকে; পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা এআইজি পুলিশ অধিদপ্তর ঢাকায় বদলী করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.