খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ঢোলভাঙ্গা সাকোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ইপিজেড প্রতিষ্ঠার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় পলাশবাড়ী উপজেলার ঢোভাভাঙ্গা এলাকাবাসীর আয়োজনে রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীতে অত্রালাকার হাজারো মানুষ অংশ নেয়। অ্যাড. হেলাল উদ্দিন মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদ আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, ‘সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চ গাইবান্ধা’র আহ্বায়ক অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী, গাইবান্ধা জলবায়ু ও পরিবেশ আন্দোলনের আহ্বায়ক অ্যাড. মোহাম্মদ আলী প্রামানিক, মানবাধিকার সংরক্ষণ পরিষদ গাইবান্ধার সভাপতি কাজী আব্দুল খালেক, সেক্রেটারি সাইদা আক্তার, অ্যাড. শাহনেওয়াজ খান, আইনজীবী সহকারী আব্দুল হাই, পরিতোষ সরকার রিপু, শাহ রুমন, রেজওয়ান, সুজা, আব্দুল মজিদ, মানবাধিকার কর্মী আবু তাহের তালুকদারসহ নানা শ্রেণিপেশার মানুষ।
বক্তারা বলেন, গাইবান্ধা জেলা একসময় ছিল ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। কিন্তু আজ অর্থনৈতিক কর্মকান্ড আশেপাশের জেলার তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। সাকোয়ায় ইপিজেড প্রতিষ্ঠা হলে শুধু গাইবান্ধাই নয়, পার্শ্ববর্তী জেলা ও উপজেলার অর্থনীতিতেও গতি আসবে।
তারা আরো উল্লেখ করেন, গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক সাকোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ইপিজেড স্থাপনের একটি কার্যকর প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন। সেই প্রস্তাব জেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছিল। কিন্তু পরবর্তীতে কিছু কুচক্রী মহল প্রস্তাবটি ভিন্ন খাতে প্রবাহিত করে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাফার্ম সাঁওতাল পল্লীর মতো বিতর্কিত স্থানে ইপিজেড স্থাপনের চেষ্টা চালায়। যা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর তীব্র বিরোধিতার মুখে পড়ে।
বক্তারা দৃঢ়ভাবে বলেন, সাকোয়া ব্রিজ সংলগ্ন এলাকা গাইবান্ধার ভৌগোলিক কেন্দ্র বিন্দু। এখানেই ইপিজেড হলে জেলার সাতটি উপজেলা সুন্দরগঞ্জ, সাঘাটা, সাদুল্লাপুর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার মানুষ কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ পাবেন। নিকটবর্তী রেলপথ, সড়কপথ, নৌপথ এবং হেলিপ্যাড সুবিধার কারণে বিনিয়োগকারীরাও এখানে আগ্রহী হবেন।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, ‘গাইবান্ধার তরুণ প্রজন্ম আর বেকার থাকতে চায় না। উন্নয়নের সুযোগ অন্য জেলায় চলে যাক এটা মেনে নেওয়া যায় না। আমরা চাই সাঁকোয়া ব্রিজেই হোক গাইবান্ধার ইপিজেড।’ বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত জনতার কণ্ঠে একটাই শ্লোগান ‘গাইবান্ধার উন্নয়ন চাই, সাকোয়াতে ইপিজেড চাই।’