খবরবাড়ি ডেস্কঃ কাস্তে প্রতীকের সমর্থনে গাইবান্ধায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কর্মীসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিপিবি গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে শনিবার ( ৮ নভেম্বর) সকাল ১১টায় জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ, জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, সাবেক জেলা সভাপতি অ্যাড. শাহাদাত হোসেন লাকু, ওয়াজিউর রহমান রাফেল, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন ও সদর উপজেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুর রশিদ।
সভা সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক সুপ্রিয়া দেব ও সহ-সাধারণ সম্পাদক গুলবদন সরকার।
সভায় বক্তারা করেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ আশা করেছিল বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ পাবেন। কিন্তু দেশের সম্পদ বিদেশিদের হাতে হস্তান্তর। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি। তারা সকল বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মীসভা শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।