খবরবাড়ি ডেস্কঃ এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব উৎযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় গাইবান্ধায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে জেলা স্টেটিডিয়াম মাঠে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আল মামুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ক্রীড়াবিদ মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সাবেক খেলোয়ার নুররুনবী সরকার, মো. বাবলু মিয়া, মো. সুরুজ হক লিটন, আঃ কুদ্দুস সরকার সাবেক খেলোয়ার শহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন। শেষে ফুটবল প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়ারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.