খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। কর্মসুচির মধ্যে ছিল মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান ও শহরের নিউ ব্রিজ রোডে ঘাঘট নদীতে পুষ্পভর্তি চালন ভাসিয়ে দেয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার নিকট স্মারকলিপি হস্তান্তর করেন নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আবেদুর রহমান স্বপন ও মোশারফ হোসেন বুলু। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) যাদব সরকার সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, প্রেস কাবের প্রধান উপদেষ্টা গোবিন্দ লাল দাস, সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, মিজানুর রহমান মুন্না, হাবিবুল ইসলাম শাহিন মিয়া, মো. আল আমিন, রাশেদ ইমাম এবং ওমর ফারুকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।