খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা’র যোগদান করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ করেন।
গত ১৩ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেয়া হয়।
এরআগে তিনি এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। এরপূর্বে তিনি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারি সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পরিচালক (উপসচিব), কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্রগ্রামের বাঁশখালী ও লক্ষীপুরের কমলনগর এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও গোবিন্দগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি ২৭তম বিসিএসে প্রশাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
প্রসঙ্গত; সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে গত শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু গাইবান্ধায় যোগদানের আগেই তাঁকে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব পদে পদায়ন করা হয়।
অপরদিকে; গাইবান্ধার বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেইসাথে তাঁর চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.