ফজলার রহমান,পলাশবাড়ী, গাইবান্ধাঃ
গাইবান্ধায় নবনিযুক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ছাত্রশিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা বর্তমান প্রশাসনিক পরিস্থিতি, উন্নয়নমূলক বিভিন্ন দিক এবং পারস্পরিক সহযোগিতা বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, জেলা অফিস সম্পাদক ফাহিম মন্ডলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়ের সময় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ সুশৃঙ্খল আচরণ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে প্রশাসনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে জেলার সামগ্রিক উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে প্রশাসনকে সহযোগিতা করে একযোগে কাজ করার আশা প্রকাশ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.