খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে গাইবান্ধা সরকারি কলেজ অডিটোরিয়াম (দর্শন বিভাগ) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াছমিন। বিশেষ অথিতির বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাসুদুর রহমান, জেলা শিক্ষা অফিসার গাইবান্ধা মো. আতাউর রহমান ও গাইবান্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক (দর্শন বিভাগ) মো. জিলুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার (রু. দা.) তানিয়া তাজনীন মেমী।
সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সুলতান মাহমুদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন গাইবান্ধা সরকারি কলেজের রসায়ন ৩য় বর্ষের শিক্ষার্থী মোবাশ্বের হোসেন মিল্লাত ও পবিত্র গীতা পাঠ করেন গাইবান্ধা সরকারি শিক্ষার্থী সজিব চন্দ্র রায়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আরিফ ও গাইবান্ধা সরকারি কলেজের দর্শন চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া।
অন্ষ্ঠুানে সার্বিক সহযোগিতা করেন গাইবান্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাইয়ুম ও কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. ইফতেখারুল রহমান।
সভাটির সঞ্চালনায় ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগে প্রভাষক মো. ইফতেখারুল রহমান।