খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে সাথী প্রার্থীদের নিয়ে দিনব্যাপী শিাশিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা শিবির সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে ও গাইবান্ধা জেলা মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. আব্দুল্লাহ আল রুবেল-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সাবেক সভাপতি মো. ফয়সাল কবির রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের জেলা সেক্রেটারি ইউসুফ আল কার্যাভী ও জেলা অফিস সম্পাদক মো. ফাহিম মন্ডলসহ জেলা সেক্রেটারিয়েটবৃন্দ।
আলোচকবৃন্দ বলেন, ‘শিবিরের কর্মীদেরকে চারিত্রিক মাধুর্য্য দিয়ে ছাত্রসমাজের মন জয় করতে হবে। নৈতিক ও জাগতিক জ্ঞান অর্জনের মাধ্যমে যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি সমাজে সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে। ২৪ এর গণ-অভ্যুত্থানে শহীদদের আকাঙ্খা পুরনে বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে।’
তারা আরো বলেন, ‘অবিলম্বে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদানের লক্ষ্যে নভেম্বর নির্দিষ্ট তারিখ ঘোষনা করে গণভোটের আয়োজন করতে হবে।’