খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর ২০২৫ দ্বিতীয় প্রান্তিকে তারুণ্য নির্ভন উন্নত-সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্যে ফলিয়া গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) জেলা তথ্য অফিসের আয়োজনে এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী (অ.দ.)। এতে আরো বক্তব্য রাখেন বোয়ালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাপলা বেগমসহ অন্যান্যরা। এসময় অত্র এলাকার বিভিন্ন শ্রেনীপেশার নারী পুরুষগণ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকটির সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিস গাইবান্ধার সাইন অপারেটর মাসুদুর রহমান মাসুদ।
Leave a Reply
You must be logged in to post a comment.