খবরবাড়ি ডেস্কঃ ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে গাইবান্ধায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আইডিইবির জেলা শাখার উদ্যোগে শনিবার (২৯ নভেম্বর) শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও স্বাধীনতা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রকৌশলী আবু সাঈদ মো. আজমল হোসেন, আইডিইবির জেলা নেতা প্রকৌশলী চন্দ্র শেখর দাস, জানে আলম সোহেল, সোহরাওয়ার্দি মন্ডল, সৈয়দ রোকনুজ্জামান রোকন, রুহুল আমিন ও প্রকৌশলী শফিউল ইসলামসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জনসেবামুখী প্রকৌশল কর্মযজ্ঞে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা প্রকৌশল খাতকে আরো সময়োপযোগী ও জনবান্ধব করতে প্রয়োজনীয় দক্ষতা ও নতুন প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ করেন।