খবরবাড়ি ডেস্কঃ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিদিন মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিচ্ছেন সারাদেশের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা। গাইবান্ধার ৫টি আসন থেকে এ পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন ১৩ জন।
গাইবান্ধার ৫টি আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে লুৎফর রহমান বকসী ও আল সাহাদৎ জামান জিকো। গাইবান্ধা-২ (সদর) আসন থেকে অ্যাড. মো. জাকিউল ইসলাম সরকার স্বাধীন, ফিহাদুর রহমান দিবস ও কাজল রেখা পিংকি মনি। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে নাজমুল হাসান সোহাগ। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে ডা. জাহাঙ্গীর আলম ডাবলু ও মতিউর রহমান এবং গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে অ্যাড.ট মুহাম্মদ আশিকুর রহমান মুন, মাহমুদ মোত্তাকিম মন্ডল, জুবায়ের আহমেদ, জাহিদ হাসান জীবন ও আল নাহিয়ান সৈকত।
Leave a Reply
You must be logged in to post a comment.