খবরবাড়ি ডেস্কঃ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত টুর্নামেন্টে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ দল ১-০ গোলে পলাশবাড়ী সরকারি কলেজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন পলাশবাড়ী সরকারি কলেজের গোলরক্ষক সাজিদ রহমান সানি ও সর্বোচ্চ গোলদাতা গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ফারহান সাদিক।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আল মামুন। খেলোয়াড় যাচাই বাছাই কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বর্তমান এডহক কমিটির সদস্য শহীদুজ্জামান শহীদ, জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ধীরেশ চক্রবর্তী উজ্জল, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহম্মেদ, ফুটবল কোচ সুরুজ হক লিটন, দীপক কর ও মোহাম্মদ রনি প্রমুখ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার মানি ও ট্রফি তুলে দেন।
জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়ামে ১৫ নভেম্বর এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার ১২টি কলেজ দল অংশগ্রহণ করে।
Leave a Reply
You must be logged in to post a comment.