খবরবাড়ি ডেস্কঃ
চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা আইসিটি বিডি কেস নম্বর ২/২০২৫–এর রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চিফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনা ও অন্যান্য শিরোনামের এ মামলার রায় পড়া হয় সোমবার (১৭ নভেম্বর) বিকাল তিনটায়।
রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
রায় ঘোষণার পর এ আদেশে সন্তুষ্ট হয়ে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা ফ্লাইওভারের নিচে শোকরানা নামাজ আদায় করে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোকরানা নামাজে ইমামতি করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চাঁন। এতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
Leave a Reply
You must be logged in to post a comment.