খবরবাড়ি ডেস্কঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠের বাজার গরুহাট স্থলে সকাল ৯ থেকে জুম্মার নামায পূর্ব পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে সভাপতিত্ব করেন বেতকাপা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নুরুন্নবী মৃধা।
গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক-এঁর সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখছেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ ও জেলা বিএনপি’র বৈদেশিক ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ। এসময় উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নয়ন মন্ডল ও আবু বক্কর সুমন উপস্থিত ছিলেন।
ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজনে পলাশবাড়ী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে অত্রালাকার প্রায় হাজারো মানুষকে ডা. সাদিক ও ড্যাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ক্যাম্প ডা. আসাদুজ্জামান সাজু’র নেতৃত্বে ১৪ জন ডাক্তার এবং ৬ জন ফার্মাসিস্টসহ সংশ্লিষ্টরা চিকিৎসা সেবা প্রদান ছাড়াও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়।