খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে পালিত হয়েছে পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১৭ নভেম্বর) রাত ৯টায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম এর হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়।
পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মঞ্জুন কাদির মুকুল, পলাশবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছাইদার রহমান মাস্টার,দৈনিক সংগ্রাম এর সংবাদদাতা ফেরদাউছ মিয়া , দৈনিক করতোয়ার প্রতিনিধি সাদিকুল ইসলাম রুবেল, খবরবাড়ি পত্রিকার সম্পাদক মশফিকুর রহমান মিল্টন, হোপ নিউজ টোয়েন্টিফোর-এর সম্পাদক ও পলাশবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিন মোহাম্মদ।
এছাড়াও বক্তব্য দেন পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ইমরান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত ৭১ গাইবান্ধা জেলা প্রতিনিধি সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক “দ্য কান্ট্রি টুডে” প্রতিনিধি সরকার লুৎফর রহমান (এসএলআর), এবং অর্থ সম্পাদক রাসেল মাহমুদ।
বক্তারা বলেন, সাংবাদিকদের লেখনী ও দায়িত্বশীল উপস্থাপনা দেশ ও জাতিকে উপকৃত করতে পারে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে অবদান রাখতে হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সদস্য আহসান হাবিব মুন, উজ্জ্বল সরকার, আপেল মাহমুদ, হাফেজ মাওলানা আনিসুর রহমান আনাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান টেলিভিশনের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি ও পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ।
Leave a Reply
You must be logged in to post a comment.