এম.এ.শাহীন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার বঙ্গালীপুর এলাকায় বিয়ের দাওয়াত খেতে দিতে গিয়ে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। আজ রবিবার (২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাহিমাপুর শাহপাড়ার জিকরুল শাহের ছেলে লিমন শাহ এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যান। বাড়ির বাইরে তার ডিসকভার ১০০ সিসি (ব্লু ব্লাক) মোটরসাইকেলটি রেখে তিনি ভিতরে খাবার খেতে প্রবেশ করেন। কিছু সময় পর বাইরে এসে দেখেন, তার মোটরসাইকেলটি আর সেখানে নেই।
লিমন শাহ জানান, তিনি আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।