এম.এ.শাহীন, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাতৃত্বকালীন ভাতার জন্য ঘুষ হিসেবে দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে ইউনিয়ন চেয়ারম্যানের হাতে যুবক মারধরের শিকার হওয়ার ঘটনায় অবশেষে ওই চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটকে এ নোটিশ প্রদান করেন। নোটিশে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটের মারধরে আহত যুবক রশিদুল কাজী (২৭) বর্তমানে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সয়ার ইউনিয়নের দামোদরপুর সরকারপাড়া গ্রামের ইউনুস কাজীর পুত্র।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে রশিদুল কাজী তার স্ত্রী রাবেয়া বেগমের নামে মাতৃত্বকালীন ভাতা কার্ড করার জন্য সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাইলটকে আট হাজার টাকা প্রদান করেন। কিন্তু চেয়ারম্যান দীর্ঘদিন নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং কার্ড না করে তালবাহনা করতে থাকেন।
গত ১৪ অক্টোবর রশিদুল কাজী সয়ার ইউনিয়ন পরিষদে গিয়ে তার দেওয়া টাকা ফেরত চান। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে কৌশলে তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে নিজে ও গ্রাম পুলিশকে দিয়ে বেদমভাবে মারধর করেন।