খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১২৯ পূজামন্ডপে ধুতি ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং জেলা সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কয়েকদিন ধরে উপজেলা ও পৌরসভার পূজামন্ডপগুলো পরিদর্শন করে এ ধুতি এবং আর্থিক সহায়তা দেন তার প্রতিনিধিদল।
এসময় ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ সাবেক ইউপি চেয়ারম্যান ও জাপা ইউনিয়ন সভাপতি এটিএম মাহবুব আলম শাহীন, তারাপুর ইউনিয়ন জাপা সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক নেতা আলহাজ্ব মো. আজিজুর রহমান, জাপা প্রবীণনেতা মো. শফিকুল ইসলাম বাদশা সরকার, জাতীয় কৃষক পার্টির উপজেলা কমিটির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা, সাবেক সদস্য সচিব মো, আমানুল্লাহ আমান, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক আহ্বায়ক মো. গোলাম রব্বানী রুবেল, কঞ্চিবাড়ী ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মো. রানা, জাতীয় ছাত্র সমাজ সাবেক উপজেলা আহবায়ক নুরে আজম শাহিন ও ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের প্রেসসচিব মো. হাসানুজ্জামান হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।