খবরবাড়ি ডেস্কঃ নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সাদুল্লাপুর উপজেলার নব্বই দশকের জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন।
সাদুল্লাপুর বহুমূখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সরোয়ার সোহান, জেলা তাঁতীদলের আহ্বায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, গাইবান্ধা জেলা জাসাসের আহ্বায়ক বজলুল করিম রপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম মিয়া, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, জেলা বিএনপির সদস্য শাহজাহান সরকার, উপজেলা জাসাসের সভাপতি মাছুদ মিয়াসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।