 
							
							 
                    খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধ ট্রাক্টরের চাপায় কাবাসী বেওয়া (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বকশীগঞ্জ- মোলংবাজার সড়কের ফরিদপুরের চকগোবিন্দপুরস্থ মামুনের ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাবাসী বেওয়া চকগোবিন্দপুর গ্রামের মৃত পঁচা মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, এদিন বিকেলে ওই স্থানে কাবাসী বেওয়া রাস্তা পারাপারের সময় স্থানীয় ইটভাটায় মাটি বহনকারী দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ফুসে ওঠেছে।
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার দূর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে ট্রাক্টর চালক ও সহকারীরা পালিয়ে গেছে।