খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের চরে এ ঘটনা ঘটে।
নিহত আজিজ ওই গ্রামের আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে আব্দুল আজিজ নিজের বাড়ির পাশের জমিতে ধানের খেত দেখতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে মাঠেই পড়ে যান।
পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে তিনি পথেই মারা যান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন-প্রতিবেশী ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের আবহ।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আব্দুল আজিজ পরিশ্রমী ও সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে দীঘলকান্দী গ্রামবাসী এক গুণী মানুষকে হারাল।
সাঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে এবং সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।