খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মরহুম আব্দুল মোতালিব এমপির স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার কোচাশহর শিল্প নগরী কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোচাশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ফারুক আহম্মেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুল মেত্তালিব আকন্দ-এর সন্তান ৩২ গাইবান্ধা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু। অন্যান্যদের মধ্যে শিল্প নগরী কলেজের পরিচালনা কমিটির সদস্য আনারুল হক আকন্দ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহ আলম ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফিরোজ কবির পারভেজসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল ফুটবল খেলায় ট্রাইবেকারে শাওন ফটবল একাডেমি আদমদিঘী বগুড়াকে ১ গোলে পরাজিত করে কোচাশহর কানাইপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়।