1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়! পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে! উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্যস্ত সড়কে থেমে থাকা ট্রাক; পীরগঞ্জ-বোচাগঞ্জ সড়কে যাতায়াতে ভোগান্তি ও ঝুঁকি

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁও জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক হলো পীরগঞ্জ-বোচাগঞ্জ সড়ক। এ সড়কটি শুধু পীরগঞ্জ ও বোচাগঞ্জ নয়, আশপাশের আরও তিনটি উপজেলার মানুষের চলাচলের প্রধান মাধ্যম। দিনাজপুর জেলাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় পণ্য ও যাত্রী পরিবহনে এই সড়কের ভূমিকা অপরিসীম। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই সড়কের প্রথম ৪.৭৫ কিলোমিটার অংশে বিশেষ করে পীরগঞ্জ জিরো পয়েন্ট থেকে সাগুনী বিজ পর্যন্ত প্রায় পৌনে পাঁচ কিলোমিটার এলাকায় নিয়মিতভাবেই সড়কের উপর ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা পুরো পথটিকে পরিণত করেছে দুর্ঘটনাপ্রবণ এলাকায়।

এই অংশটি পীরগঞ্জ পৌর এলাকার সীমানায় পড়ায় এখানে রয়েছে বিভিন্ন দোকানপাট, মটর ওয়ার্কশপ, গ্যারেজ, গোডাউনসহ কিছু ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা প্রায়ই মালামাল ওঠানামার সুবিধার জন্য সড়কের এক পাশে ট্রাক বা বড় যানবাহন দাঁড় করিয়ে রাখেন। এতে করে পুরো রাস্তার অর্ধেক অংশ দখল হয়ে যায়। ফলে একসাথে দুই দিকের যানবাহন চলাচল করতে গিয়ে সৃষ্টি হয় তীব্র যানজট।

এ সড়কে সকাল থেকে রাত পর্যন্ত চলে ট্রাক, পিকআপ, বাস, মোটরসাইকেল, অটোরিকশা, ও প্রাইভেট কারের অবাধ চলাচল। পীরগঞ্জ উপজেলার মানুষ এই সড়ক ব্যবহার করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। তাই যেকোনো সময় সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক পুরো পরিবহন ব্যবস্থাকে অচল করে দিতে পারে। অনেক সময় দেখা যায়, চালকরা ট্রাক রাস্তার পাশে রেখে বাজার করতে যান কিংবা বিশ্রাম নেন, ফলে অন্য যানবাহনগুলোকে বাধ্য হয়ে বিপরীত দিক দিয়ে চলতে হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।

পথচারীরাও পড়েন বিপাকে। রাস্তার পাশ দিয়ে হাঁটার মতো জায়গা নেই বললেই চলে। ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে হঠাৎ মোটরসাইকেল বা রিকশা এসে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে প্রায়ই। স্থানীয় বাসিন্দা ভারতচন্দ্র বলেন, “ট্রাফিক নিয়ন্ত্রণে কেউ নিয়মিত দায়িত্বে না থাকায় চালকেরা নির্বিঘ্নে সড়কের উপর যানবাহন দাঁড় করিয়ে রাখেন। অথচ এই সড়কটি পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার মানুষসহ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পীরগঞ্জ জিরো পয়েন্ট থেকে সাগুনী বিজ পর্যন্ত এই সড়কটিতে রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, ওয়ার্কশপ, ধান চালের কলসহ নানা ব্যবসা কেন্দ্র। এর ফলে প্রতিনিয়ত ভারী যানবাহনের চাপ থাকে। সড়কের পাশে কোনো নির্ধারিত পার্কিং এলাকা না থাকায় ট্রাকগুলো বাধ্য হয়ে মূল সড়কেই দাঁড়িয়ে থাকে। কিন্তু এর ফলে যাত্রী ও চালকদের জীবনের ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের নিয়মিত নজরদারি ও ট্রাফিক পুলিশের সক্রিয় তদারকি ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। পাশাপাশি সড়কের পাশে যদি নির্ধারিত পার্কিং জোন গড়ে তোলা হয়, তাহলে অপ্রয়োজনে সড়কের উপর যানবাহন দাঁড় করানো বন্ধ হবে।

জনৈক মোটরসাইকেল চালক বলেন, “এই রাস্তায় ট্রাক থেমে থাকা এখন নিয়মিত ঘটনা। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কায় চলতে হয়।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft