খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বর্ষায় রাতে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের দংশনে অকালেই ঝড়ে গেল টগবগে যুবক এনামুল হক (১৯) প্রাণ। এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে।
জানা যায়, বর্ষা মৌসুমের এইসময় অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধায় মাছ ধরা ঠুসি বসাতে এনামুল তার বাড়ির পাশে ফসলের মাঠে যায়। ওই গ্রামের হাবিজার রহমানের ছেলে এনামুল হককে এসময় বিষধর সাপ দংশন করে। তাৎক্ষণিক স্বাস্থ্যগত তেমন বিষক্রিয়া দেখা না দেয়ায় চিকিৎসার জন্য বেশ বিলম্বে এনামুলকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে দ্রুত রংপুর নেয়ার পথে এনামুলের মৃত্যু হয়। নম্র-ভদ্র সুন্দর মুখাবয়বের এনামুলের আকস্মিক মৃত্যুতে এলাকার সর্বস্তরের সবার মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।