খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সভা ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সভাপতি মো. সাদেকুল ইসলাম নান্নু মিয়া।
উপজেলা যুবদল আহ্বায়ক মো. নজরুল ইসলাম নান্টু’র সভাপতিত্বে এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক মিয়া। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে যুবদলকে আরো গতিশীল করার আহ্বান জানান। সভায় আগত নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।