সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে অবহেলা, প্রোটোকল লঙ্ঘন এবং হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষরের অভিযোগ উঠেছে চিকিৎসক ডা. মোঃ শাহীদুল ইসলাম সাকিবের বিরুদ্ধে। সরকারি দায়িত্ব পালনের সময় তিনি নিয়ম ভেঙে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা এবং সরকারি রোস্টার উপেক্ষার অভিযোগের মুখে পড়েছেন।
জানা গেছে, ২১ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি (Non-Communicable Disease) কর্নারে তাঁর দায়িত্ব ছিল রোগী দেখা। কিন্তু তিনি ওয়ার্ডে সংক্ষিপ্ত রাউন্ড দিয়ে হাসপাতাল ত্যাগ করে পীরগঞ্জের একটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতে যান। নিয়ম অনুযায়ী সরকারি দায়িত্বের সময় কোনো চিকিৎসক ব্যক্তিগত প্রতিষ্ঠানে চিকিৎসা দিতে পারেন না। অথচ ওই দিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত তাঁকে ওই বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখেতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
আরও গুরুতর অভিযোগ হলো, ২১ অক্টোবরের হাজিরা খাতায় তিনি শুধু সেদিনের নয়, পরবর্তী দুই দিন—২২ ও ২৩ অক্টোবরের ঘরেও অগ্রিম স্বাক্ষর করে রেখেছেন। যা প্রশাসনিকভাবে অসদাচরণ ও জালিয়াতির শামিল বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারি হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর দেওয়া সরকারি কর্মচারী আচরণবিধি ১৯৭৯ এবং সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নিয়মিত হাজিরা, ডিউটি রোস্টার এবং রোগী সেবা সবকিছুই কাগজে সুন্দরভাবে লেখা থাকে, বাস্তবে দেখা যায় না। ফলে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।”
পীরগঞ্জের সচেতন নাগরিক মহল প্রশ্ন তুলেছে, সরকারি হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক যদি নিজ দায়িত্ব এড়িয়ে ব্যক্তিগত আয়কে অগ্রাধিকার দেন, তবে স্বাস্থ্যসেবার মান কে রক্ষা করবে? তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অগ্রিম স্বাক্ষর ও দায়িত্বে অবহেলার অভিযোগ নিয়ে তাঁর মন্তব্য সংবাদটি লেখা পর্যন্ত একাধিকবার চেষ্টা করেও নেওয়া সম্ভব হয়নি।