1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রচারণায় লিফলেট বিতরণ গাইবান্ধায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সাংবাদিক রিকতু প্রসাদের মায়ের পরলোকগমন : শোক ও সমবেদনা ঢাকার সোহরাওয়ার্দীতে আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন: কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে উত্তাল সমাবেশ আমদানির সংবাদে দিনাজপুরে পেঁয়াজের দাম কমেছে ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১ ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড: বদরগঞ্জে আশরাফুলের জানাজায় হাজারো মানুষের ঢল পলাশবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত পলাশবাড়ীর রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশানে অস্থিরতা: বিতর্ক থামাতে নতুন কমিটি

পলাশবাড়ী-সাদুল্লাপুরকে দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদে গড়ে তুলতে চাই। —–নাজমুল হাসান সোহাগ

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ীঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী মোঃ নাজমুল হাসান সোহাগ বলেছেন,
“আমি চাই পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলাকে দুর্নীতিমুক্ত, স্বনির্ভর ও মানবিক জনপদে রূপান্তর করতে। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, এটি মানুষের সেবার দায়িত্ব।”

সম্প্রতি তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে স্থানীয় জনগণের উদ্দেশে এ সব কথা বলেন। তরুণ ও শিক্ষিত এই নেতা ইতোমধ্যেই মানবিক কর্মকাণ্ড এবং উন্নয়ন চিন্তার রাজনীতির মাধ্যমে স্থানীয় জনমনে আস্থা অর্জন করেছেন।

শিক্ষা ও ব্যক্তিগত পরিচয়ঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসলামপুর গ্রামের সন্তান মোঃ নাজমুল হাসান সোহাগ। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান এবং মাতা ছোমেলা রহমান।
তিনি দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষণা করছেন এবং পাশাপাশি এলএলবি’র ফাইনাল বর্ষের শিক্ষার্থী।

পেশা ও সামাজিক ভূমিকাঃ

শিক্ষিত তরুণ এই নেতা পেশায় একজন ব্যবসায়ী, পাশাপাশি একজন লেখক ও সমাজ ভাবনা ভিত্তিক গ্রন্থকার হিসেবে পরিচিত।
তাঁর রাজনৈতিক দর্শন —

> “মানুষের সেবাই প্রকৃত রাজনীতি।”
তিনি সততা, মানবিকতা ও সাহসিকতার মাধ্যমে সমাজ পরিবর্তনের রাজনীতি করতে চান।

ছাত্র ও নাগরিক আন্দোলনে ভূমিকাঃ

জাতীয় পর্যায়ে আলোচিত বেশ কয়েকটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হাসান সোহাগ। এর মধ্যে রয়েছে—

>২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা

>ভ্যাট বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা

>নিরাপদ সড়ক আন্দোলনের পরামর্শক

>২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পরামর্শক

>তরুণ সমাজের অধিকার ও ন্যায়ের দাবিতে তিনি সবসময় অগ্রভাগে থেকেছেন।

সংগঠনিক সম্পৃক্ততাঃ

>সদস্য, গাইবান্ধা জেলা ক্রীড়া এডহক কমিটি।

>জেলা নির্বাহী সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি (গাইবান্ধা)।

>নির্বাহী সদস্য, ঢাকাস্থ “ভালোবাসি গাইবান্ধা” সমিতি।

>শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক, ঢাকাস্থ সাদুল্লাপুর উপজেলা সমিতি।

উন্নয়নমূলক অবদানঃ

তাঁর প্রত্যক্ষ প্রচেষ্টায় সাদুল্লাপুর ও পলাশবাড়ীতে বাস্তবায়িত হয়েছে একাধিক উন্নয়ন প্রকল্প, যার মধ্যে রয়েছে—

>১২টিরও বেশি সড়ক পাকা করণ প্রকল্প।

>সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম সরবরাহ।

>ধাপেরহাট উপস্বাস্থ্য কেন্দ্র উন্নয়ন বাজেট পাস।

>মসজিদ, মন্দির, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান ও কুরআন শরীফ বিতরণ।

>শিক্ষা ও কৃষি খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।

>ফ্রি মেডিকেল ক্যাম্প ও সামাজিক ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিতকরণ।

ভবিষ্যৎ লক্ষ্যঃ

গাইবান্ধা-৩ আসনে নির্বাচিত হলে তিনি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সাদুল্লাপুর-পলাশবাড়ীকে একটি আধুনিক, উন্নত ও মানবিক জনপদে রূপান্তর করতে চান।

তাঁর ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—

>শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন।

>শিল্পনগরী ও ইপিজেড স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি।

>সাদুল্লাপুরকে পৌরসভায় উন্নীত করা।

>রংপুর গ্যাস সংযোগ প্রকল্পে গাইবান্ধার অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

>ধাপেরহাট পুলিশ ফাঁড়িকে থানায় উন্নীত করা।

>নারী-পুরুষের সমঅধিকার ও শিক্ষায় সমতা প্রতিষ্ঠা করা।

নাজমুল হাসান সোহাগ আরো বলেন,“মানবসেবাই আমার রাজনীতি। আমি রাজনীতি করি মানুষের কল্যাণ, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে।”গাইবান্ধা-৩ আসনকে দুর্নীতিমুক্ত, শিক্ষিত, স্বনির্ভর ও মানবিক জনপদে রূপান্তর করা।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft