খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের রাইগ্রামে বিএনপির উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির আয়োজনে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা প্রভাষবক (অব.) আব্দুল জলিল-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, সাইফুল ইসলাম ও উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, গাইবান্ধা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ আহবায়ক একলাছুর রহমান এখলাছ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম প্রধান, সদস্য হাসান আলী বিএসসি, পৌর বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, পৌর যুবদল ৯নং ওয়ার্ড আহবায়ক বকুল মন্ডলসহ পৌর বিএনপির অন্যান্য ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেনি।
প্রধান অতিথির বক্তব্যে বৈঠকে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নসহ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।