খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক করেছেন গাইবান্ধা-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
পৌর বিএনপির আয়োজনে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ১নং ওয়ার্ডে পলাশগাছী ও রাঙ্গামাটি গ্রামের নেকীর বাগানে ওয়ার্ড বিএনপির সভাপতি রঞ্জু মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। অত্র ওয়ার্ড সাধারণ সম্পাদক মুছার মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবদল ১নং যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক সুহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় পৌর বিএনপির অন্যান্য ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা আগামী বাংলাদেশের স্বপ্ন। তাই ধানের শীষ প্রতীকের বিজয় মানে এদেশের মানুষের বিজয়। নারীদের হস্তশিল্প-পশুপালনে প্রশিক্ষণসহ ক্ষুদ্র্র ঋণের মাধ্যমে স্বাবলম্বী করা হবে। কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে কৃষকদের ভাগ্যের পরিবর্তন করা হবে। শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন কারিগরি ও আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’