খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা কার্যক্রম পর্যবেক্ষণে বিভিন্ন পূজামন্ডপ সমূহ পরিদর্শন করেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা।
বুধবার (১ অক্টোবর আগস্ট) রাতে পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ী বাজার কেন্দ্রীয় কালী মন্দিরসহ অন্যান্য পুজামন্ডপ সমূহ পরিদর্শন করেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। এসময় থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি (ভারপ্রাপ্ত) দিলিপ চন্দ্র সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলেন ও তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেয়াসহ নিরাপত্তার বিষয়ে মতবিনিময় করেন। তিনি নির্ভয়ে পূজা উদযাপনের কথা বলেন। যেকোনো পরিস্থিতিতে পুলিশ সুপার আপনাদের পাশে থাকবেন বলে উপস্থিত সকলকে আশ্বাস দেন। স্বেচ্ছাসেবীদের তালিকা ও জরুরী সেবার মোবাইল নাম্বারসমূহ মন্দিরের প্রকাশ্য স্থানে স্থাপন করার পরামর্শ ছাড়াও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।