খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন পূজামন্ডপ সমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ী বাজার কেন্দ্রীয় কালী মন্দির, বরিশাল ইউনিয়নের তালুকদার বাড়ী পুজামন্ডপ এবং হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (নয়াপাড়ায়) শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার, থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি (ভারপ্রাপ্ত) দিলিপ চন্দ্র সাহা, বাপ্পী গোবিন্দ তালুকদাকার ও শ্রী হরিদাস চন্দ্র বাবুসহ অন্যান্যরা।
পরিদর্শন কালে জেলা প্রশাসক বিভিন্ন মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি, দর্শনার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় ছাড়াও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।