খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রফেসরপাড়ার আর এক নক্ষত্র হিসেবে পরিচিত হয়েছেন মরহুম অধ্যাপক নুরুল ইসলাম ও কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা রওশন আরা বেগম দম্পতির বড় সন্তান হাসান মাহামুদুল ইসলাম।
সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বীকৃতি স্বরূপ তাঁকে রেজিস্ট্রেশন অধিশাখায় যুগ্মসচিব পদমর্যাদায় পদায়ন করা হয়েছে।
তাঁর এই অর্জনে প্রফেসরপাড়া তথা সমগ্র পলাশবাড়ী গর্বিত ও আনন্দিত। স্থানীয় বাসিন্দারা জনাব হাসান মাহামুদুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের ধারাবাহিকতা কামনা করেছেন।