খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ এক নিবার্চনী উঠান বৈঠক ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পবনাপুর ইউনিয়নের ফকিরহাট বাজারে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ-এর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা জাতীয়বাদী স্বেচ্ছাসেবকদলের সদস্য মিল্লাত সরকার মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পবনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আসাদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, উপজেলা সিনিয়র যুগ্ম আহব্বায়কশরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, আরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হামিদুল ইসলাম, পবনাপুর ইউনিয়ন শ্রমিকদল আহবায়ক শফিকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা পাপুল সরকার, পবনাপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মিলন আহম্মেদ সাগর, পবনাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি খন্দকার মোহাম্মদ আরমান, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর প্রধান, শাহ আলম সরকার, শাহীন প্রধান, ফকিরহাট শহীদ ম্মৃতি ডিগ্রী কলেজ সভাপতি মফিদুল ইসলামসহ অন্যান্যনেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নিবার্চনে গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান ব্যক্ত করেন।