খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের পরিচিত জন প্রবীণ কোচ চালক রফিকুল ইসলাম শেখ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্প্রতি তিনি বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগে আসছিলেন।
রোববার (২৬ অক্টোবর) সকালে আকস্মিক গুরুতর হয়ে পড়ায় চিকিৎসার জন্য দ্রুত তাকে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অদ্য বাদ মাগরিব স্থানীয় এসএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক মুসুল্লীর অংশগ্রহণে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে-পুত্রবধূ, ২ মেয়ে-জামাতা, নাতী-নাতনী, ভাই-বোন, পরিবারের সদস্য, পাড়াপ্রতিবেশি, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ কোচ চালক রফিকুল ইসলামের আকস্মিক মৃত্যুতে মোটর শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।