খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক দৈনিক গণমুক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহারুল ইসলামের বাবা অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শমসের আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামের শ্রদ্ধাভাজন পরিচিতজন শমসের আলী মাস্টার বার্ধক্যজনিত বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছিলেন। পরবর্তীতে তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে পড়েন। সময়ের ব্যবধানে তাঁর স্বাভাবিক শারীরিক অবস্থা ক্রমান্বয়ে গুরুতর অবনতি ঘটতে থাকে।
এরই একপর্যায় বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে-পুত্রবধূ, ২ মেয়ে-জামাতা, নাতি-নাতনি, ভাই-বোন, পরিবারের অন্যান্য সদস্য, পাড়াপ্রতিবেশি, আত্মীয়-স্বজন, সহকর্মী ও বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছেন, এদিন বাদ আছর তাঁর নিজগ্রামে নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ-সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।