খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশান এর সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাত,স্বেচ্ছাচারিতা সহ নানাবিধ অনিয়মের বিরুদ্ধে জনবিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ গেলো ৩ অক্টোবর শুক্রবার বিকেলে ওই শ্মশান ও মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৯ই অক্টোবর দুপুর ১২টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশান এর সকল ভক্তবৃন্দ ও ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের সর্বসম্মতি ও সিদ্ধান্তক্রমে ১১সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত করা হয়, রাঙ্গামাটি শ্মশান এলাকার বাসিন্দা পলাশবাড়ী এমএ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের ট্রেড ইনস্ট্রাক্টর অরবিন্দু সরকার’কে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয় রাসুদেব সরকার কে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ সভাপতি সন্তোষ চন্দ্র মহন্ত,সহ সাধারণ সম্পাদক প্রভাত সরকার,কোষাধ্যক্ষ রনজিৎ চন্দ্র সরকার,ধর্মীয় সম্পাদক অপূর্ব কুমার রায়,প্রচার সম্পাদক শরী রনজিৎ চন্দ্র সরকার-২,সাংগঠনিক সম্পাদক সজল কুমার বর্মন,ক্রীড়া সম্পাদক উৎসব চন্দ্র ও কার্যকরী সদস্য হলেন যথাক্রমে সুকমল চন্দ্র বর্মন ও মানিক চন্দ্র’কে নিয়ে পলাশবাড়ী পৌর এলাকার রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশান এর ১১সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি ৯ই অক্টোবর ২০২৫ খৃঃ নির্বাচিত করা হয়েছে।
যার রেজুলেশন কপি ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে বলে নব গঠিত কমিটির সদস্যরা গণমাধ্যম কর্মীদের জানান।
উল্লেখ্য,গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশান এর সভাপতি পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজারের স্থায়ী বাসিন্দা দিলীপ চন্দ্র সাহা দীর্ঘদিন ধরে সভাপতির পদটি কুক্ষিগত করে অর্থ আত্মসাৎ সহ নানাবিধ অনিয়মের কারণে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন ফুঁসে উঠে। একপর্যায়ে তারা গত ৩ অক্টোবর
রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশান এর সকল ভক্তবৃন্দ ও ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ এক জনবিক্ষোভ ও সমাবেশের আয়োজন করেন।