আরিফ উদ্দিনঃ গাইবান্ধার পলাশবাড়ীতে দীর্ঘদিনের পুরাতন ভাঙ্গা ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে রিক্সা-ভ্যানসহ জনসাধারণ।
সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা নামক এলাকায় আলাই নদীর উপর হেয়ালী ব্রীজটি বিগত ১৯৮৮-৮৯ অর্থবছরে জেলা পরিষদের বাস্তবায়নে নির্মিত হয়। ব্রীজটি দীর্ঘদিনের পুরাতন হওয়ায় ব্রীজের ছাদ ভেঙ্গে পড়ে যায়। প্রায় ১০ বছরের অধিক সময় ধরে ব্রীজের ভাঙ্গা জায়গায় কাঠের দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে রিক্সা-ভ্যানসহ জনসাধারণ। এ কারণে চরম দুর্ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
হরিনাথপুর ইউপি’র ৮নং ওয়ার্ড সদস্য জিয়ারুল রহমান জানান, প্রায় ১০ বছরের অধিক সময় ধরে ভেঙ্গে পড়ায় ব্রীজটির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে অত্রালাকার সাধারণ মানুষজনসহ যানবাহন। প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর বলেন, ওই ভাঙ্গা ব্রীজের ছাদে কাঠ দিয়ে এলাকার সাধারণ মানুষসহ রিক্সা-ভ্যান ছাড়াও কৃষিপণ্য নিয়ে অতিকষ্টে চলাচল করলেও ভারী যানবাহন চলাচল করতে পারে না। ব্রীজটি দিয়ে রাতের বেলায় আলো ছাড়া চলাচলে কোন না কোন দূর্ঘটনার সৃষ্টি হচ্ছে। তাই ব্রীজটি নির্মাণে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সৃ-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্র জানায়, হেয়ালী ব্রীজটির বিষয়ে কয়েক দফা উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত ব্রীজটি নির্মাণে কোন অনুমতি পাওয়া যায়নি।