খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন শাখার আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ওই ইউনিয়নের সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহ জালাল সরকার খোকন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহমুদুল হক মামুন।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়েব হক্কানী, যুগ্ম আহবায়ক তারেকুজ্জামান তারেক, সদস্য মিল্লাত সরকার মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ফিরোজ কবীর, আশরাফুল ইসলাম ও আরিফ মুন্সি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেতকাপা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুনব্বী মৃধা। এতে আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার (বকুল)।
সভাটি সঞ্চলনায় ছিলেন পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ ও সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরীফ।