ফজলার রহমান,পলাশবাড়ী, গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক একাধিক উঠান বৈঠক করেছেন।
২০ অক্টোবর সোমবার দুপুরে ইউনিয়নের আকবর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধানের শীষ প্রতীকের বিজয় মানে এদেশের মানুষের বিজয়। নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প ও পশুপালনে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ দেওয়া হবে। কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন কারিগরি ও আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”
বৈঠকে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, উপজেলা নেতা মুকুল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীতে প্রধানমন্ত্রী করার প্রত্যয় ব্যক্ত করেন।