খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপর আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে মঙ্গলবার (১৫ অক্টোবর) স্থানীয় পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক ও বসুন্ধরা শুভ সংঘের পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি সুরুজ হক লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস কাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা শুভ সংঘ জেলা শাখার সভাপতি হুমায়ূন আহমেদ ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. মাহবুবুল আলম মিল্টন, সহকারি শিক্ষক পারভীন বেগম, গণ উন্নয়ন কেন্দ্র পলাশবাড়ী শাখা ম্যানেজার রুপসা বেগম, বসুন্ধরা শুভ সংঘ পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার সুমনা ও সাবেক ইউপি চেয়ারম্যান কেএম আনিসুর রহমানসহ অন্যান্যরা। এসময় গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সামাজিকও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে এবং মাদককে না বলার প্রত্যয় ব্যক্ত করা হয়।